প্রাতের শীত
(সনেট)
নিস্পন্দ ধরিত্রী ঢাকে কুয়াশা চাদরে—
প্রভাত হতে নারেই ঘুম ভেঙ্গে যায়,
জবুথবু বিছানায় শীতে টেনে ধরে
খড় আনে অগ্নিদাহে তপ্ত বাসনায়।
হিম বায়ুর কাঁপন লাগে হাড়ে হাড়ে
বিচিত্র বসন দেহে শীতলে জড়ায়,
জলে ডুব সাধ্য কার এমন শীতে রে?
দীন কাঁপে শীত শরে খন্ডিত কাঁথায়!
যত আড়ষ্টতা তবু উল্লসিত প্রাণ!
খেজুর রসের পিঠা স্বাদে তৃপ্তি আনে
নিশা জলে মুক্তোকণা হাসে দূর্বা বনে
সর্ষে গাঁধা সূর্যমুখী পুষ্পে ভরে মন।
প্রাতে স্বাদুত্য রোদ্দুরে ইচ্ছা জাগে সবে ;
কনকনে হিমে চাষি ছুটে চলে এবে।
রচনাঃ ১৭ অক্টোবর, ২০২৪।