পরশ্রী কাতরতা

অপরের সৌন্দর্য কভু  দেখতে নারী
পরশ্রী কাতরতায় যায় হৃদয় ভরি,
সৃজনশীলতায় নেই কোনো লেশ
মন্দ চর্চায় সদা মনোনিবেশ।
অসহিষ্ণু অন্তর কুরুচিতে ভরা
অজাগ্রত  বিবেকবোধ ঘুণে ধরা।

মেধা মননে  অজ্ঞতার আঁধার
মরিচায় পরিপূর্ণ শিক্ষার ভান্ডার!
খুঁটিনাটি  ঘেঁটে করে নিন্দা প্রচার,
এরা মানুষরূপী ঘৃণ্য নিশাচর।

অন্যের গীবতে  সতত ব্যস্ত রয়,
কারো  ঈর্ষণীয় সাফল্য পছন্দ নয়।

   রচনাঃ ০৭/০২/২০২৫