----পোড়া পাহাড় আগুন পুকুর---
হেরিতে পোড়া পাহাড় পর্যটক ভিড়;
অবিরত অগ্নিশিখা গিরি অঙ্গে-চূড়ে,
অকস্মাৎ জল জ্বলে অদূরে পুকুরে;
বুদবুদে ওঠা গ্যাসে যশে ফুলকির।
অহর্নিশ মাতামাতি দরশে হুল্লোড়ে
পিশিত ঝলসে কেউ পূর্তিতে উদর;
পোড়া গৃহানলে খায় কেউ আলু পুড়ে,
দু'চারটি কড়ি লুটে পড়শি কিশোর।
অখন্ড সিলেট ভাসে গ্যাসে ভর করে
সম্পদ বিনাশ ঘটে দায় আছে কার!
যথেচ্ছার অপচয় অধর্ম আচারে;
স্রষ্টার পছন্দ নহে বিলোপ ভান্ডার।
দর্শনীয় বস্তু নহে আগুন পাহাড়;
শঙ্কিল ধ্বনি শোনায় গিরি জলাধারে।
রচনাঃ২৪/১২/২০১৯,সিলেট।