পদ্মছড়া
(গীতি কবিতা)
পদ্মছড়া লেক আমায় হাতছানি দেয়
তার রূপে হৃদয় মম কেড়ে নিতে চায়।
চারদিকে সবুজ গিরি
সুনীল আকাশ তার উপরি
যেন সবুজ উর্মী আছড়ে পড়ে পাহাড়ের গায়।।
উঁচু-নিচু টিলার বাহার
বন বেষ্টিত নদী হাওর
নৃতাত্ত্বিক নান্দনিকতায় আমায় নিয়ে যায়।।
গিরি বুকে জলধারা
করে আমায় পাগলপরা
ছবির মত চা বাগান শোভায়
সিক্ত প্রকৃতির স্নিগ্ধতায় হেথায় মম ছুঁয়েছে হৃদয়।।
দু'টি পাতা একটি কুঁড়ি
প্রাচুর্যে তার নেইকো জুড়ি
গিরি কান্না ঝরণা জলে ডাকে জল খেলায়।।
—অধ্যক্ষ দেলওয়ার হোসেন
রচনাঃ১৯/০৭/২০২১,ডালবুগঞ্জ।