পবিত্র সিয়াম
(গীতি কবিতা)
রমযানে রোযা রেখো হে মুমিন ভাই,
পবিত্র সিয়াম তরে সম্ভাষণ জানাই।।
ইসলামের পাঁচ স্তম্ভের
রোযা অন্যতম তার,
খু্ঁটি বিনে হয় না আলয়
রোযা ছাড়া ফরজ না হয় আদায়
এদিন সবে মিলে খুশি মনে
রাখবো রোযা তাই।।
শেখায় ধৈর্য আত্ম সংযম
দুখী ভূখার ক্লেশ পরিশ্রম
খানিক হলেও অনুভূত হয়
পবিত্র রোযারই মাধ্যম,
দলে দলে মসজিদে যাবো
তারাবিহ'র সালাত পড়বো, আমরা সবাই।।
উম্মুতে মুহাম্মদী তরে
দিলেন আল্লাহ জীবন ভরে
এদিনে মহা পুরস্কারে
পথ নির্দেশক আর হিদায়াতের
অমূল্য পবিত্র কোরআন,
তাই দিবসে খানা-পিনা বন্ধ করি
বেশি বেশি কোরআন পড়ি
নিত্য রাব্বুল আলামিন স্মরি,
আর কোনো উপায় নাই।।
রচনাঃ১২/০৪/২০২১(১ রমযান)