পিতৃস্নেহ
(সনেট)
সতত মম হৃদয় স্নেহ ছবি ভাসে,
পিতৃহীন এ অপত্য ঘোর অন্ধকারে!
অর্ণব সলিলে ডুবি,তোমা বিনে নাশে;
অবোধ বালক আমি এ ধরিত্রী নীড়ে।
অতৃপ্ত মমতা মন চাওয়া নিঃশ্বাসে ;
অবেলা তব প্রস্থানে দ্রুম ছায়া কাড়ে,
প্রহর গুনি অভাগা পিতৃ স্নেহ আশে;
অশ্রু বিনে গতি কিবা এ অধম তরে!
তব প্রতিচ্ছবি হেরি নীরব গগনে;
তনু মন ধন মম করি নিবেদন-
অশ্রু সজলে শ্রদ্ধার্ঘ তোমার চরণে!
সেবিতে পারিনি কভু পাপে নিমজ্জন।
জান্নাত কাননে তুমি পাও যেন ঠাঁই ;
বিধাতা তরে এতিম মিনতি জানাই।
রচনাঃ১০/১২/২০২৪।
(পিতার স্মরণে)