পিঞ্জরে ব্যথা
(লোকজ গীতিকবিতা)
শত কষ্ট পিঞ্জরে প্রভূ ব্যথায় জ্বলেরে পরান
প্রভূ! প্রভূ গো ব্যথায়।।
দুঃখের দহন তুষের অনল পুড়ে পুড়ে হদয় ক্ষরণ।
প্রভূ! প্রভূ গো ব্যথায়।।
মাতা-পিতা পরপারে কী করে সই দূঃখের জ্বালা রে।
ভাতৃহারা সাথী গো হারা কেমনে ভুলি সে মায়া রে।।
প্রভূ! প্রভূ গো ব্যথায়।।
সব হারিয়ে খুঁজি ছায়ার বৃক্ষ তার সন্ধান পাই না রে।
এসো তুমি দহন বুকে শীতল করো এ পোড়া হৃদয় রে।।
প্রভূ! প্রভূ গো ব্যথায়।।
ডাকি আমি নিশীথ ক্ষণে পার করো এই অভাগারে।
তব পরশ কভু দাও না রে
কত দুঃখ নিয়ে ঘুরি দগ্ধিত অন্তরে।।
প্রভূ! প্রভূ গো ব্যথায়।।
১২ নভেম্বর, ২০২৪।