পতাকা
(সনেট)

লাল সবুজ পতাকা  উড়ছে সম্মানে,
শিল্পীর তুলিতে আঁকা শ্রদ্ধার ছবি
এক সিন্ধু রক্ত গাথা তার মধ্যিখানে
বাঙালি আশার দীপ নবোদয় রবি।
প্রখর শ্রদ্ধায় দীপ্ত নব জাগরণে,
শ্যামলে জাতির মনে তাজা প্রতিচ্ছবি
গৌরব ঝান্ডা উড্ডীন নিলাভ গগনে
বাঙালি গাইছে গীত রচে গুরু কবি।

শোকাহতে অর্ধ নমি হর্ষে পূর্ণ শিরে,
মুক্ত বিহগ প্রতীকে উড়ে দৃপ্তময়
মুক্তিযোদ্ধা বীরঙ্গনা সম্মান শ্রদ্ধায়
পরিচয় মেলে জাতি বিশ্ব দরবারে।
উষ্ণ হৃদয় উজাড়ে রাখি তার মান ;
শপথে আকড়ে ধরি যায় যদি প্রাণ।

রচনা: ১৭ নভেম্বর ২০২৪