পাতা ঝরা জীবন
জীবন খাতার আর এক পাতা
খসে যায় পড়ে,
ফুরিয়ে যায় দিনগুলো
এক দুই তিন করে।
ধরিত্রী হারায় একটি বছর
ভালো-মন্দের বিদায়,
সম্ভাষণ জানানোর ভাষা
সবার এক নয়।
কেউ জীবন থেকে নীরবেই
চলে যেতে দেয়,
কেউবা পুরনো স্মৃতি পেতে
হাতরে বেড়ায়।
আনন্দ উল্লাস হৈ হুল্লোড়ে
কেউ বিদায় জানায়,
দুখ সাগরে ভাসা জনে
ভরে নীল বেদনায়।
ঈসীয় নববর্ষ স্বাগত জানাতে
আছে জাতি ভেদে রীতি
দেশে দেশে এর বিচিত্রতা
উদ্যমতার নেই কমতি।
রাজপথে সারা যামিনী
মাদকতার বান বয়,
নেশায় বুদবুদ হয়ে
নিজের মধ্যে না রয়।
তারুণ্য উচ্ছ্বাসে ডুবে
কল্পরাজ্যে ভেসে,
কতশত স্বপন বুনে
নব নব আশে।
কী হাতছানি দিচ্ছে তাদের
আগামীর দিন,
ভেবে দেখা হয় কি কভু
কার ভালে কী লিখন!
কারো জীবনে হতে পারে
এটাই শেষ বরণ,
জীবন নদীর বাঁকে বাঁকে
সুখ দুঃখের কথন।
জীবন খাতার ভরা পাতা
প্রতিবছর শেষে,
একটি একটি করে পাতা
যায় পড়ে খসে!
রচনাঃ ৩১ডিসেম্বর, ২০২৪।