—পারাপারের যাত্রী—
     (গীতি কবিতা)

ওরে!খেয়াঘাটে যাত্রী ভিড়
সবাই পার হতে পারে না,
প্রভূর ধ্যানে বিভোর হও
সময় করো না।।

খেয়া পারের যাত্রী সবাই
পুণ্য যাত্রীর কোন ভয় নাই
পুণ্য বিনে নাই যে উপায়
পারাপারে কী আছে গতি,
ওরে! পার হতে বৃথা চেষ্টা—
যেতে পারে না।।

প্রভূ ছাড়া নাই ভজনা
করি সবাই তাঁর বন্দনা,
তিনিই আদি তিনিই অনন্ত
রিযিক দাতা তিনিই অক্লান্ত,
ওরে! তাঁর নির্দেশ ছাড়া জীব-জগৎ
চলতে পারে না।।

  রচনাঃ২৯/০৪/২০২১