পাপাচার রীতি
  

আত্মঘাতী এক জাতি, তার কান্ডারি
সহস্র অব্দের শ্রেষ্ঠ মহান বাঙালি,
অজগাঁও থেকে ওঠে শোষণ নিবারি
পষন্ডে প্রাণ হনন বিমূঢ়ো সকলি।
অদৃষ্টে নির্মম লীলা জন আঁখে বারি
মহাকাব্য বিকৃতির চেষ্টা চালা চালি
অযথা হেন প্রয়াস ভাঙ্গে নারে গিরি
ক্ষণ তরে মৃত্যু হয় সব সত্য বুলি।

কালো মেঘ উবে যায় একদা সহসা
উজ্জল রবি ওঠে বাংলার আকাশে
বাঙালির পুনঃজন্মে  পায় নব দিশা
লাল সবুজ কেতনে পিতৃ ছবি ভাসে।
তুষ্ট নন যে, বিধাতা,বাঙালির প্রতি;
জাতির জনক হত্যা পাপাচার রীতি।

   —অধ্যক্ষ দেলওয়ার হোসেন
      রচনাঃ০৬/১২/২০২১