পলাশের দিনে
(সনেট ]
যায়যায় হিম ভাব সারাদেশ জুড়ে
এইতো ঠিক সময় পলাশ ফোটার,
ফোটা রক্ত পুষ্পে ভিজে বাঙালি অন্তর ;
ফাগুনের আটে ফোটে রক্তাক্ত কেশরে।
সদম্ভ ভাষণে নাজিম ত্বরান্বিত করে—
হয়তো বা দেরি হতো সংগ্রাম ভাষার,
ইষ্টক-বন্দুক রণ ক্রমে ভয়ংকর!
তাজা রক্ত গঙ্গা বহে ঢাকার শহরে।
ভাষা কেড়ে নিতে গুলি—চালায় শাসকে
মায়ের পথ ধূলোয় সন্তান লুটায়,
মাতৃক্রোড়ে শ্রান্ত শিশু নিশ্চিন্তে ঘুমায়!
পলাশের রঙে ছায় জন্মভূমি বুকে।
অন্ন নয়—বস্ত্র নয়, মাতৃভাষা দাবি ;
ধিক্ স্বৈর পাকিস্তানি কত প্রাণ নিবি!
রচনাঃ০৫ ফেব্রুয়ারি, ২০২৪।