পাইনি দেখা
(গীতিকবিতা)

তোমার পাইনি দেখা ক্ষণতরে
পাও না ব্যথা কি তাই হৃদ কোটরে।।

তোমার বাণী আমার মনে জাগে
করুণ রাগে হৃদয় ভাগে
সে মানেনা বাঁধ ব্যথায় ভরে।।

জেগে রই বিনিদ্র নয়ন মেলে
কোন যে মায়ায় হৃদয় দোলে।
তার পানে কোন্ জাদুটানে
যাবার বাসনা প্রতিক্ষণে
শঙ্কার মনে ভাবায় যাই কী করে।।

   রচনাঃ২২/০২/২০২০