সবুজ পাহাড়ের ভাঁজে ভাঁজে
সোনালি ধানের ঢেউ,
রং লেগেছে জুমিয়াদের মনে
ঘরে তুলেছেন ধান কেউ কেউ।
জুমের ধান পাকায়--
শুরু হয়েছে কাটার উৎসব
বাড়ছে বন্য প্রাণির উপদ্রব
তারাও ভাগ বসাতে চায়।
নারী শিশুরা ব্যস্ত সবে
বানর পাখি তাড়াতে--
তবু ওরা চায় কি যেতে?
এ ভূম ছেড়ে গেছে কবে!
এনেছে খুশির বারতা
পাহাড়ে সোনালি ধান,
যাঁরা চালান জীবন
বছর ধরে কায়ক্লেশে।
মুখে আজ হাসির রেখা
আশ্বিন মাস শেষে।
রচনাঃ১০/১০/২০১৯