পদ্মছড়া লেক
এত রূপ অঙ্গে ভরা অবারিত দান
প্রকৃতির স্নিগ্ধতায় প্রাচুর্য তোমার,
সবুজ গিরিতে ঘেরা বিলাও আপন
তব নাম পদ্মছড়া গরব সবার।
জীবন্ত ঝরনা জলে দাও বিনোদন
এক কুড়িঁ দু'টি পাতা বাড়ে মনোহর,
নীল নভে লেকে জল গিরিতে নন্দন;
প্রকৃতির গড়া এক জ্যান্ত জাদুঘর।
পদ্মছড়া লেক শোভা হাতছানি দেয়—
প্রকৃতি শিল্পীর আঁকা তুলির আঁচড়ে,
আহা! কী আনন্দ জাগে হৃদ ছুঁয়ে যায়;
পর্যটক মন টানে রূপের বাহারে।
যে জন হেরিছে সুধা ধন্যি দু'টি আঁখি;
গিরি বক্ষে জলাধার প্রীতি বাঁধা রাখি।
রচনাঃ২৬/০৬/২০২১