অভিশাপ

মম ছায়া দৃশ্যহীনে যেদিনে ধরায়;
সন্ধ্যাকাশে তারা মালা জানবে খবর,
সে কথা ভাসবে কি মরু গিরি বায়?
যাপিত জীবন ঋণ শস্য বায়ু নীড়।
ভর বহা ক্লেশে শাপা অধমে নিশ্চয়;
পদ চিহ্ন যত্র মম সাক্ষ্য রহে চির,
এত জল তবু আঁখি শুষ্ক জলধির
নির্বাক দেয়াল ছবি দরশে ব্যথায়।

তখনও ইন্দু রবি ভরিবে কিরণে;
শীতল পরশে হর্ষ দক্ষিণা সমীরে,
বৃন্তে পুষ্পকলি ফুটিবে কাননে;
বহে চলবে তটিনী যতি কোথা রে।
নিদ ভাঙ্গবে সবের বিহগ কূজনে;
শুধু মম চিহ্ন বিনে থেকো পৃথ্বী নীড়ে।

—অধ্যক্ষ দেলওয়ার হোসেন
   রচনাঃ০১/০৪/২০২০