----অভিমানে এক বীরের প্রস্থান-----
বাজেনি বিউগলের করুণ সুর!
হয়নি রক্তলাল পতাকায় আচ্ছাদিত;
হয়নি সশস্ত্র অভিবাদন,
এক বীর মুক্তিসেনার অন্তিম শয়ন।
দেশ মাতৃকা মুক্তির তরে-
রণাঙ্গনে লড়েছিলেন প্রাণপণে,
রাষ্ট্রীয় মর্যাদা পরিহারে-
শ্রদ্ধা নাহি চান শেষ যাত্রার কফিনে।
অভিমানী বীর ইসমাইল হোসেন
বিষণ্ন হৃদয়ের রক্ত আঁচড়ে-
ক্ষোভ-দুঃখের কথা লিখে যান,
জাতির তরে বুকভরা অভিমানে ক্ষরে।
বসের সর্বদা দুর্ব্যবহার
পুত্র চাকরিচ্যুত মামুলি কারনে,
উচ্ছেদ পরিত্যক্ত গৃহ থেকে বস্তির
কোথাও ঠাঁই নেই,অর্থ কষ্টে ভূগছে পরিজনে।
রচনাঃ২৮/১০/২০১৯