ওস্তাদের প্রাণহানি
নিজেকে নিঃশেষ মোম করে পুড়ে পুড়ে
সেই রূপ শিক্ষাগুরু জ্ঞান দীপ জ্বালে;
শ্রদ্দ-ধান পূজনীয় এ জগৎ কুলে,
নিজ শিষ্য হন্তারক!বিশ্ব কাঁপে ডরে।
আশুলিয়া নড়াইলে হীন কুলাঙ্গারে!
জঘন্য কান্ড ঘটায় অভিশাপে জ্বলে,
লজ্জায় সমাজ নত! ঘৃণা দেশ জুড়ে
শিক্ষক সম্মান আজি ধূলিতে লুটালে!
শিল্পী স্থপতি ডাক্তার মহাজ্ঞানী জন
ওস্তাত বিনে উত্থান!কারো নেই ভবে,
স্বীয়শক্তি বলে শুধু, যশ লভে কবে?
শিক্ষক চরণ ধূলি লয় ভাগ্যবান।
গুরু কষ্টে নভো-বায় করে হায় হায়!
শিষ্যরূপী নরপশু না কাঁপে হৃদয়।
—অধ্যক্ষ দেলওয়ার হোসেন
রচনাঃ৩০ জুন,২০২২