সেথায় মম পদচিহ্ন পড়ে  কোন ক্ষণে-
স্মৃতির পাতাগুলো যায় অতীতে ফিরে;
কল্পে ডুবে নানা রঙের হারানো দিনে,
হৃদমাঝে একছবি ভাসে বারে বারে।
পল্লির চপলা বালা দোলায় এ প্রাণে;
বয়ঃসন্ধিতে আবেগে বন্দি মায়াডোরে,
অচিনপুরে হারিয়ে যাওয়া দু'জনে;
পরাহ্নে খুঁজি ভূলোকে গগন সমীরে।

অলীক সবই আজি অবিহিত মন;
স্বপ্নঘোরে হেরিছিনু দিবস যামিনী,
অনুরাগ অভিধেয় আধি উন্মীলন;
বিষাদে ভরে বাসনা কলকল্লোলিনী।
এক বিন্দুতে মিলে হৃদ ছিন্নে বিষান;
প্রীতি বাঁধনে রচে স্বর্গসুখ মেদিনী।

----অধ্যক্ষ দেলওয়ার হোসেন
     রচনাঃ৬/১০/২০১৮