আজি নব আলোর কিরণশিখায়
সাজাও প্রকৃতি রঞ্জিত কর সবে,
নবরূপে বাঙালি হৃদয়েকোণে
মুছাও জীর্ণতা ভরাও সজীবে।
পূণ্য কর মঙ্গল অগ্নিস্নাতে নব আশে,
কিশোর-কিশোরী আগমন উদযাপনে
আয়োজন উচ্ছ্বাস ছোঁয়ায় ভাসে
সংস্কৃতির শেকড়ে ফিরে প্রাণে।
নতুন কেতনে উড়াও গোটা দেশে
ভাসাও তরী গর্বভরে লোকজে,
রঙের মেলায় চিরন্তনে ভালোবেসে
বরণ ডালায় ফুলে ফুলে নব সাজে।
নাগরদোলায় দোলাও প্রাণ সুখ স্বপনে
আনো নতুন ছিন্ন করো আঁধার বেড়ি সবে,
বর্ণাঢ্যে গড়ো জীবন তব কলুষহীন মনে;
বর্ষ বরণে বর্ণিল সাজে অনন্ত উৎসবে।
-----অধ্যক্ষ দেলওয়ার হোসেন
রচনাঃ ০১ বৈশাখ,১৪২৬ বঙ্গাব্দ।