অন্যলোকে কিছুক্ষণ
— অধ্যক্ষ দেলওয়ার হোসেন
সন্ধ্যা ঘনিয়ে আসে দিবস অবসান
ক্লান্তি শেষে ধরাতে যামিনী আগমন,
নীরবতা মাঝে নিদ্রিত দু'টি আঁখি
পালঙ্কে আচ্ছন্ন ঘুমে অচেতনে দেখি।
বিহগ পৃষ্ঠে চড়ে নিশিতে ভ্রমণ!
নিমেষে দূর দিগন্তে পশিল বাহন,
হাসাহাসি শব্দ ভাসে কর্ণকুহরে
কোথা হতে আসে এ অনন্ত তিমিরে!
সহসা পর্দা ওঠে যেন নাট্য মঞ্চ,
সকলি ব্যঙ্গ হাসি মাতে এ কোন তঞ্চ!
বিদ্রুপ শরে বিদ্ধ মানব কর্ম ত্যাজিয়া পরাণ
স্বীয় চেয়ে বড় কে গায় অহংকারী গান,
এ জগতে টাকা বিনে নাই শক্তিধরে!
অপকর্মে দেশপ্রেম ধুকে ধুকে মরে।
কুলি মজুর চাকুরে বৈভব অধিকারী
অমৃত রূপে সবে লুঠে পড়ি-মরি।
আদর্শ ধুইয়ে খেলে জল ভরে না উদর
ভোগের আতিশয্যে নীতি পরিহার!
যত পাই তত চাই না হওয়া বিমুখ ;
প্রাপ্যের ভাগ্য নাশে সাদা উনম্মুখ।
বাড়ি গাড়ি বিলাসী যাপন এইতো জীবন
প্রয়োজনে প্রাণ সংহারে চেষ্টাতে প্রাণপণ,
ইট পাথর বিনে টাকায় গাঁথে বাড়ি
স্তূপে স্তুপে রেখে গড়ে সুউচ্চ গিরি।
ফোকলা দাঁতে টাকার দল করে বিদ্রুপ
সাদা কালা সবই জনপ্রিয় রূপ!
মাঠ ঘাট পথ প্রান্তর টাকাতে ছায়,
চারিদিকে ছড়াছড়ি সুখে উড়ছে বায়।
কাণ্ডকারখানা দেখে ভীষণ ঘৃণিত হই,
অসহ্য বেদনা মোর কোথায় পালাই!
হেনকালে রাশি রাশি স্তুপে শোয়ায়;
এসবের স্বত্ব আজি দিলাম তোমায়!
সহসা স্তুপ ভেঙে পড়ি মৃত্তিকায়,
তিমির তন্দ্রা উবে মেঝেতে শয্যায়!
রচনাঃ ০৪ জুলাই, ২০২৪।