ক্ষণে ক্ষণে ডুবি আকাশকুসুম স্বপনে,
দেখেছিনু তারে এক শুভ লগনে
নিমিষে গেলে চলে ব্যথা দিয়ে মনে
কোন্ মায়া জাদু ছলনে ছলনে।।
ঝিলের পাড়ে বসেছিনু দু'জনে
ভাসন পাতায় বসে কমল হাসে
সুবাস মুষড়ে পরে সব সমীরণে
হৃদয় হরে মম বিজনে বিজনে।।
সুখের দোলা লাগে মম প্রাণে
হাতেহাতে ধরে শাখে শাখে বিচরে
রূপকল্প মেলা বসেছে গগনে
স্বপনে নীড় বাঁধি গগনে কাননে।।
পথের বাঁকে হারিয়ে রতনে
অশ্রুজল বহে কপোল গড়িয়ে
দেখা দিলে ক্ষণে স্বপন বনে
বিরহ বেলা ভাসি নয়নে নয়নে।।
রচনাঃ৪ আগস্ট,২০১৯