ওহে পথচারী
(গীতি কবিতা)

আমি দেখেছি শুনেছি কাহারে-
ওহে পথচারী।
তব নিবাস পদ্মা তীরে ওহে পথচারী।।
তোমায় হেরিছি কাশফুলে;
তোমায় হেরিছি তরীদোলে,
তোমায় রেখেছি হৃদস্থলে-
ওহে পথচারী।।
আমি লুকিয়ে কাশের বনে;
শুধেছি শুনেছি প্রাণে প্রাণে,
আমি তোমা রেখেছি যতনে-
ওহে পথচারী।।
শঙ্কিত হৃদয়ে শেষে
আমি এসেছি বড়ই আশে,
থাকবো নিরন্ত তোমারই পাশে-
ওহে পথচারী।।
  
রচনাঃ২০/৯/২০১৯, ঢাকা।