নতুন বছর


সময়ের চাকা ঘোরে সবকিছু তরে;
নিরন্তর পরিক্রমে জীব-জড় পানে,
ফেলেআসা এক বর্ষে সুখদুখ ভরে
প্রাপ্তি অপ্রাপ্তি নিকেষ যবনিকা টানে।
দৃপ্ত পদযাত্রা আশ সম্ভাবনা ঘিরে;
আনন্দ বেদন রচা পেছন আখ্যানে,
গোমড়া সূর্যের মুখ এ ক'দিন ধরে
ভুলে গিয়ে সোনা রোদ হাসে শেষদিনে।

নতুন বছর রচা গত সাথে যোগে
আর একটা আগামী স্বপনের সাধে।
পশ্চাতে সাফল্য হাসি কখনও বাধে;
অঘটনে পটীয়সী কভু কলঙ্ক দাগে,
ঔজ্জ্বল্য বিষাদ ভরা ক্ষণে ক্ষণে বিঁধে;
তবুও সকল প্রাণে শুভাশিস মাগে।

   রচনাঃ০১/০১/২০২০