নহে করোনার

জরাগ্রস্ত বিশ্বে চলে অঘোরে মরণ,
রুদ্ধ কাবা তাওয়াফ ক্লিষ্ট ইতিহাস!
রাজ-রাজন্য প্রাসাদে ভীত অন্তরীণ;
কোথা শক্তিধর দেশ? নিজেই বিনাশ!
লন্ডন ব্রিজে ভ্রমন অলীক স্বপন;
জবর দখলে আশ হয়না সাহস,
শূন্য গগনে এখন উড়েনা বিমান;
সীমান্ত পেরিয়ে যান না ছুটে বিদেশ।

কী অসীম শক্তি প্রভূ!লীলা বুঝা ভার,
নাহি যুদ্ধ নাহি পত্র রাজত্ব দখল!
অনুকম্পা বিনে তোমা ধরিত্রী অচল,
ভ্রান্ত পথে চলি সবে ভুলেছি আচার।
তব ঝাঁকুনিতে ত্রাতা স্থবির সকল;
ভীত হই বিধাতার– নহে করোনার।

রচনাঃ২৯/০৩/২০২০