-----নববর্ষের মর্মবাণী------------
ঘূর্ণিপাকে কালচক্র অমোঘ বিধানে
সম্মুখ পানে ধাবমান অতীত ফেলে,
নববর্ষ আসে অন্য অংশে পদার্পণে
নাহি সংযোগ সময় সঙ্গে অমঙ্গলে।
কাম্য কলুষহীন জীবন নবায়নে
জীবন গণনা~সময় সমষ্টি মিলে,
মানব বয়স বেড়ে চলে প্রতি ক্ষণে;
আয়ু কমে সবে সমানে-একই তালে।
খুশির ঝর্ণা ধারায় নববর্ষ ভাসে,
সবুজ পাতা আগামীর স্বপ্নে বিভোর;
নব উত্থানের দোল খায় নিরন্তর,
হলদে পাতা সদা একটি করে খসে।
দিনপঞ্জি পাতা পাল্টে চলে পর পর;
সায়াহ্নে প্রতীক্ষা কখন যে ডাক আসে।
-----অধ্যক্ষ দেলওয়ার হোসেন
রচনাঃ ০১/০১/২০১৯