নব মহামারী
        

নিঃসঙ্গ  একাকী বাস প্রবীণ জীবন
বিশ্বাস হারিয়ে ফেলা স্বজনের  তরে;
কুরে কুরে খায় তারে ত্বরিতে মরণ,
বার্ধক্য  বড় অসুখ সমাজ সংসারে।
যাপিত জীবনে একা রোগীর লক্ষণ
স্বজন থেকেও নেই রোগে নাহি ছাড়ে,
জোটে না আদর ছোঁয়া কষ্ট কে নিবারে?
দুর্ভোগে কাটে জীবন নির্জনে প্রবীণ।

নিঃসঙ্গতা 'মহামারী' চলে দেশে দেশে,
অনীহা মা-বাবা লাগি বাড়ে পলে পলে
একাকিত্ব বদ্ধ ঘরে মৃত্যু কোলে ঢলে,
অজানায় কভু রয় গৃহে পঁচা লাশে।
অস্বাস্থ্য  নব লক্ষণ একা বসবাস;
বিশ্বে বাড়ে গড় আয়ু নব রোগে নাশ।

—অধ্যক্ষ দেলওয়ার হোসেন
  ০২/০৩/২০২২