নব বরষ
(গীতিকবিতা)
তপ্ত বোশেখ মাসে ঝরা ফুল হাসে
শোভাযাত্রায় ভেসে নববর্ষ আসে।।
কার উৎসাহে হাসি
সুখ রাশি রাশি
আনন্দে যাও ভাসি
পুরনো স্মৃতি ভুলে কেন নিরুদ্ধ নিঃশ্বাসে।।
তাপস দামাল বায়ে
স্মৃতিরা যায় উড়ায়ে
শুধু রয় এ হৃদয়ে
মুছে ফেলা দায় যতই ঝড় নাশে।।
কোন্ অযাচনায় যাও চলে হায়!
দূর অজানায় আজি নব ঊষায়,
কেন মিছে প্রভাত কেমন এ সম্পাত
নব দিবা ক্ষণে অঝোর অশ্রুপাত!
কারো সুখপথে কাঁটা না হয়ে যাচি শুভ আশে।।
রচনাঃ ১২ এপ্রিল, ২০২৫।
(বাংলা নববর্ষ প্রাক্কালে।)