নিঠুর বেণুকা
(গীতি কবিতা)
তপ্ত বায় নিঃশ্বাস নিরুদ্ধ, ফেলা বড় দায়,
হে ধরিত্রী,নিঠুর বেণুকা বাজাও কেন হায়।।
ছায়াহীন জনপদ মায়াহীন হৃদয় রৌদ্রকরোজ্জলে—
মম বিরহিণীর তৃষাতপ্ত অম্বর শুষ্ক মরুময়
হে ধরিত্রী,নিঠুর বেণুকা বাজাও কেন হায়।।
ঘনঘোর বরিষণ অন্তরালে আপন,
গুরুগুরু ডম্বরু বাজে নাকো গম্ভীর সুরে এখন।
ভূপৃষ্ঠ চৌচির গগনে মূষলে জলধারা কোথায়!
হে ধরিত্রী,নিঠুর বেণুকা বাজাও কেন হায়।।
দিবাকর দহনে স্তব্ধ ধরাতল,
সাহারা বুকে উথলি হলাহল।
পুড়ে পুড়ে অঙ্গার প্রাণ যায়যায়
হে ধরিত্রী,নিঠুর বেণুকা বাজাও কেন হায়।।
রচনাঃ২২/০৪/২০২৪ ডালবুগঞ্জ।