নিশীথে ঝড়ে

গভীর নিশীথে ঝড়ে, ভেঙ্গেছে পিঞ্জর-
দীপ শিখা নিভে গেল সব হলো কালো;
কে এলো মম আগারে জানি নে খবর,
হৃদ মাঝে ব্যথা জাগে কোথা পাব আলো।
আঁধারে রয়েছি পড়ে থামে না সে ঝড়,
সুখ আশা উবে গেলো, দ্বারে দুখ এলো;
যাতনা সইতে নারি শান্তি মেলা ভার,
জাগে হাত শূন্য পানে, স্রষ্টা জ্যোতি ঢালো!

এ কোন্ স্বপন দেখা শূন্যতার ঘরে!
ঊষাবেলা হেরি প্রভা বড়ই বিস্ময়;
সে ঝড় মম জীবনে আনলো যে জয়,
তাই কি জেনেছি আমি!ভঙ্গুর পিঞ্জরে।
চুপিচুপি এলে গৃহে মম অজানায়;
শত ব্যথা ভুলি তাই আগমন তরে।

     রচনাঃ২৮/৯/২০২০