নিষ্ফল বাসনা
(আয়না সনেট)
অনলে পোড়ে বাসনা সবই দুরাশা
জলে নিভে না আগুন আচ্ছন্ন হতাশা,
কামনার রবি অস্তে ঘোর অন্ধকার
সন্ধ্যার তারারা কাঁপে রহস্যে আত্মার।
অমৃত লুকানো খুঁজি নিশীথে নয়নে
ভীত কাতরে হৃদয় অরণ্যে বিজনে,
শান্ত স্তব্ধ কোলাহল বাঞ্ছাবহ্নি জ্বলে
ভ্রান্ত পথ দিশেহারা তৃষ্ণাতুরে জলে।
নিবিড়ে আলো আঁধার, নাই মায়াপথ ;
মেটাবারে ক্ষুধা তৃষা বৃথা মনোরথ,
অভিলাষ ছুরিতলে মর-মরে প্রাণ
হতাশ ভরা রোদন কোথা মেলে থান!
অসীম রহস্যময় ক্ষণিকে জগত ;
মহিম আশা নিষ্ফল জ্ঞাত ভগবত।
রচনাঃ ২১ সেপ্টেম্বর, ২০২৩।