(গীতি কাব্য)
কে এলো মম নিশার স্বপনে
তারে দেখেনি নয়নে
নিশিদিন রয় সে মম অন্তরে অন্তরে।।
কিছুক্ষণে সাথে কাটালে
ব্যাকুল হৃদয় শুধালে গো
দু'জনে প্রণয়ে মিলেছি নিবিড়ে।।
আদরে আদরে সব উজারে
আমারে দিলে তুমি হৃদয় ঢেলে
তোমার হিয়ার বেদনায় কাহার হৃদে জ্বলে,
বুঝিতে তুমি কি পার এ বসুধা নীড়ে
এই নিরন্তর শঙ্কায় পারিনি তোমা বলিবারে।।
রচনাঃ১৩/১০/২০১৯