--------নিসর্গ দেশ------------
বিজন বনে পিউ পিকে বিহগে গান;
সবুজের আলপনা কানন কান্তারে
রাখালিয়া বাঁশির সুরে উদাসী মন,
প্রকৃতি এঁকেছে ছবি~তুলির আঁচড়ে
নদীগুলো সাগর সঙ্গমে বহমান,
দিগন্ত বিস্তৃত মাঠে শস্যে স্বর্ণ ভরে
বুটিক শাড়ি পড়া পুষ্প বীথিকা বন,
রিমঝিম বর্ষা~ কাশ ঢেউ মন হরে।
নীলাভ বসুন্ধরা এক রূপসি নারী;
কপোলে তার তিলক ফোটা বাংলাদেশ।
সুরম্য লীলা আলয় প্রকৃতি সুন্দরী
শুকতারা টিপ পড়া যামিনী আকাশ।
নিসর্গ বোনা গাঁ যেন স্বপন মাধুরী;
স্নিগ্ধ বায়ু-জলে রূপের নাইকো শেষ।
------অধ্যক্ষ দেলওয়ার হোসেন
রচনাঃ০৪/০১/২০১৯