নির্মাতা মূল্যহীন
(সনেট)
বনে বনে অলিদলে সারাক্ষণ ওড়ে
প্রাণপণ শ্রমে খোঁজে কোথা পুষ্প মেলে!
কোন্ ফুলে মধু মেলে জানে অলিদলে,
অনামিকা পুষ্পরাজি হলেও কদরে।
কঠোর সাধনা বলে লয় তিলে তিলে
ক্লেশে নির্যাস সিঞ্চন ফিরে দূর নীড়ে,
বিন্দু বিন্দু মৌ সঞ্চয়ে চাক সুবিশালে!
পাহারায় সারাক্ষণ চাক রাখে ঘিরে।
ধরে রাখতে পারে কি কষ্টের সঞ্চয়?
সৃষ্টিসেরা জীব লুটে সাধনার ধন !
দেখি কি কার গচ্ছিত? শ্রমে প্রাণপণ!
অগ্নিদাহে অলি নাশে পাষাণ হৃদয়।
রোদে পুড়ে তনু শুষ্কে গড়ে যে সংসার,
কানাকড়ি মূল্য নেই ধরা বক্ষে তাঁর।
রচনাঃ ২৬ মার্চ,২০২৫।