নির্বাক নেতা
মুহুর্মুহু বিকট শব্দ বিস্ফোরণ ;
কেঁপে ওঠে বঙ্গবন্ধু এভিনিউ,
মানুষের ছোটাছুটি আর আর্তনাদ
গগনে মিলায় করুণ আহাজারি
ধোঁয়ায় আচ্ছন্ন,ভীষণ বিভীষিকাময়!
স্তব্দ হয়ে পড়ে গোটা দেশ!
মানব ঢালে রক্ষা বৃহত্তম দলনেতা।
দেহরক্ষী বিশ্বস্ততার উদাহরণ দিয়ে
গুলিতে লুটিয়ে পড়ে;
নেতার গাড়ির দরজায়।
অসংখ্য নেতা কর্মীর প্রাণ নাশে বর্বরে
মানব ঢাল রচয়িতাগণে—
স্প্রিন্টার বয়ে বেড়ায় শরীরে
ধুঁকে ধুঁকে কারো জীবন প্রদীপ নিভে যায়,
কেউ আগামির স্বপ্ন হারায় পঙ্গুত্ব বরণে।
নির্বিঘ্নে চলে যায় ঘাতক দল!
ক্ষমতাসীন মদদে এমন নিষ্ঠুরে আচার!
ভাবায় জনতাকে ভাবায় গুণীজনে
কী বীভৎস সে দৃশ্য!
রক্ত দিয়ে কেনা স্বাধীন দেশে!
মৃত্যুর দুয়ার থেকে ফেরা
নির্বাক নেতা!
—অধ্যক্ষ দেলওয়ার হোসেন
রচনাঃ২১ আগস্ট, ২০২২