--নির্বাক গিরি কান্না--
তোমার অশ্রু বারি ঝরে অহর্নিশে
হলিখেলে সবে তনু ভিজিয়ে হরষে।
তব নেত্র নীরে সুখ বিহগ বনে
সিক্তে ডানা মেলে উড়ে গগনে
মধুপ গুঞ্জরণে চলে মাতামাতি দিবানিশে।।
পাথুরে শরীর দিয়ে
এত জল বেয়ে
ভূতলে গড়ায়ে ঝরণা হয়ে নিত্য আসে।।
নির্বাকের এত কান্না কিসে-
দংশিছে কোন্ আশীবিষে!
কী যাতনায় দগ্ধ তব হৃদয়
ব্যথা পেলে কার সকাশে।।
মাধবকুন্ডে কাঁদলে অঝোরে
নব যৌবনাগণে হাসে সজোরে
যেন পুষ্প ফুটেছে গিরি প্রস্তরে
পরাগ মাখে সবে হেথায় মিশে।।
রচনাঃ২২/১২/২০১৯
(মাধবকুন্ড,সিলেট।)