নীরব হেমন্ত

মোহিনী প্রকৃতি, শিশির স্নাত দূর্বাঘাস;
এখানে প্রভাতের অরুণারাগ,
শিশির কণায় মুক্তো হাসে
কুহেলিকার ঘোমটা টেনে।
বৈরাগ্যের তপস্যায় হেমন্ত নীরব ধ্যানমগ্ন
ক্লান্ত শ্রান্ত চাষির অলস ভাব!
অবারিত মাঠে কাঁচা সোনার ঝিলিক,
স্তব্ধ গাম্ভীর্যের মাঝে বিহগের কলগীতি।
রাতে আকাশে তারার দিপালি
ফানুস উড়ে মিতালি আশে,
পূর্ণিমা জোছনায় মৃদু সমীর পরশে
বিটপী শাখা হালকা দোলায়
পাতার ফাঁকে ফাঁকে খন্ড খন্ড শুভ্র দ্যুতি
লুকোচুরি খেলছে আঙিনায়।
শস্যদানার ক্ষীর পুষ্ট করে
মৃদু হিমেল বায়ে একরাশ দীর্ঘশ্বাসে
বাজে তার বিদায়ের ঘন্টা।

  রচনাঃ ২০ অক্টোবর, ২০২৪।