নীলে লীন
---------------
নারী অপরূপা নীলাম্বরী শাড়ি পরা
অথচ রহস্যময়ী! ইংরেজরা আনে
কল্যাণে নীলচাষ কৃষক মরে প্রাণে,
নীলকন্ঠ অপূর্ব তবে গরলে ভরা।
আঁখি জুড়ানো নীল গগন--অন্তহীনে;
ব্যাথার রং নীল-- নীল ছবি ভয়ংঙ্করা,
'ব্লু হোয়েল গেমে' পতিত অাত্ম হননে;
নীলের দংশনে দগ্ধ লীন বসুন্ধরা।
খেলা উদ্ভাবনে রুশ যুব বুদেকিন;
অন্ লাইনে বাজি ছুঁড়ে দুঃসাহসের
পাতা ফাঁদে শিশু-কিশোরে প্রাণ সংহার,
খেলা অাসক্তে হারিয়ে হিতাহিত জ্ঞান।
তথ্য প্রযুক্তি ভরে এখন বিশ্ব চলে;
নিবৃত্তের চেতনা জাগুক 'ব্লু হোয়েলে'।
-------অধ্যক্ষ দেলওয়ার হোসেন
রচনাঃ১৯/১০/২০১৭