নিজের খবর
(গীতি কাব্য)
মন তোর নিজের খবর জানার চেষ্টা কর
হায়! মনরে নহিলে পড়বি ধাঁধায়।
যে দিকে যাবে আঁখি শুধু ফাঁকি কেনো সব
লাগে অচেনায়।।
আপনারে না চিনিলে ঘুরবে বন জঙ্গলে
দেখিবে কী ঘোর আধাঁর মন রে
আলো আর নাহিরে ধরায়।।
কেন এমন হয় রে
সাধের এই ভরা ভুবনে।
মনরে কী করিলি আপন ঘর না চিনে।
বাহিরে খুঁজে হতাশ
হদয় আপনি উদাস
ওরে কবি দেলু বলে মরণকালে নাইরে উপায়।
রচনাঃ২৪/১১/২০১৯