ওষুধে প্রশান্তি খোঁজে রোগগ্রস্ত জনে;
অমৃত সুধা সেবন রোগ নিরাময়ে,
ব্যাধি কষ্টে রাখে আস্থা সকল বুগণে;
প্রশমন অধরায়  অসাধু বিক্রয়ে।
নাহি মেয়াদ নিষিদ্ধ~চলে সবখানে;
ভেজালে বারোটা বাজে কে আছে উপায়ে?
মুক্তি আশে যারে আস্থা নিজেই নিষ্প্রাণে;
শয্যায় রোগী কাতর এইসব খেয়ে।

জীবন বাণিজ্য পণ্য অর্থে জেব ভরে;
অসাধু বণিক কর্ম ধর্মে নাহি সহে,
দন্ড দাও তারে ধরে কঠোর বিচারে;
নজির স্থাপন হোক কেউ উর্ধ্বে নহে।
অসেব্য ওষুধ সব  বাজারে বাজারে;
কুম্ভকর্ণ প্রশাসন নাহি কিছু কহে।

-----অধ্যক্ষ দেলওয়ার হোসেন
     রচনাঃ২৭/৬/২০১৯