—নেই আলো—
  (গীতি কবিতা)

নেই আলো দীপ জ্বালো
আঁধারে আমায় না ডেকো।
দ্বারে যেয়ে আঁখি মেলি
তব ছায়া হেরি নাকো।।

ঘোর বরিষণে চপল নাচন
সিক্ত পাতায় নূপুর নিক্কণ
বাদলের এই দোলায় দোলে
অথই সুখে ডুবে থেকো।।

তব আস্য দরশনে
ব্যাকুল হৃদে যাই সংগোপনে,
এলো কেশে উতল আঁচল
দেখতে নারি বাদল দিনে।
পারিনি শুধাতে সেই কথা
হৃদয় কোণে বিষের ব্যথা
আলয়ে তোমার জ্বলেনি আলো
তব বদন আঁধারে ঢাকো।।

     রচনাঃ০৮/৬/২০২১