—নবজাতকের দুখ—
        

ঘুমে অচেতন সবে রাতের গভীরে
হঠাৎ কাঁদন ধ্বনি শোনে একজনে,
পড়িমরি ছুটে চলা শিশু চিৎকারে
বন্ধ চা দোকান পিছে—ধ্বনি আগমনে।
ফুটফুটে সদ্যোজাত রেখে গেছে কে রে!
ক্যারাম বোর্ডের পরে শয়ন বিজনে
হতবাক সেইজন! ডাকে স্বজনেরে
পুলিশ উদ্ধারে আসে মাতৃক্রোড়হীনে।

পুণ্যভূমে নির্মমতা অবিশ্বাস্য বটে!
কারো লালসার ফল বহে এ নিষ্পাপে,
নিরাপদ মাতৃক্রোড় ভাগ্যে নাহি জোটে;
বেবিহোমে নবজাত পাপে পৃথ্বী কাঁপে।
বাগেরহাটে কাহিনি মানবতা টুটে;
জন্ম নিয়ে নিঃসঙ্গতা দুখি কার পাপে?

       রচনাঃ০৮/০৬/২০২১