নব দিগন্তের খোঁজে
(আয়না সনেট)

নতুন দিগন্ত খোঁজো চলতে জীবন
ফাগুন আনন্দে লও বাঁচাও আপন,
বাঁধন ছেঁড়ায়ে দাও উড়ুক বিহগ!
গগন মেঘের নীলে ছড়িয়ে সোহাগ।

আলোর দিগন্তে সব চলো ছুটে ছুটে
হাজার বন্ধ দুয়ার ফেলে টুটে টুটে,
শিকল ভাঙতে গানে গেয়ে পলে পলে;
ধকল সকল বাঁকে দূরে দিয়ে ঠেলে।

আপন পর নেইকো মুক্ত কর পথ ;
যাপন উল্লাসে মেতে খুলে বন্ধরথ,
সব পাতার হিসাব চুকে ছুটে আয়
লাভ মিলেনাকো কভু জীবন পাতায়।

হাসিতে খোঁজো জীবন ভুলতে মরণ ;
বাঁশিতে বাজাও সুর ফুলেলে ফাগুন।

  রচনাঃ ২৪ ডিসেম্বর, ২০২৪।