আদরের ধন মম জীবন খাতায়
আজি রঙিন পাতায় নব ছবি আঁকে,
ভাবী দিবস যামিনী সুখ প্রত্যাশায়
স্বপ্নের নীড় বাঁধনে অজানার ডাকে।
মানব জীবন তিনে রূঢ় সত্যিময়;
বহে চলে নদ ন্যায় তিনে তার বাঁকে।
পরিত্রাণ নাহি কভু গার্হস্থ্য ধরায়
পুষ্প সজ্জাময় আশে চলে এক ছকে।
দু'টি মন এক প্রাণ এক পথে চলে
এরূপ প্রত্যাশা মম দয়াময় তরে,
যাপিত জীবন ঋদ্ধ হোক শান্তি নীড়ে;
ধরা রচ স্বর্গ সুখে প্রতি পলে পলে;
দশ দিগন্ত কিরণে পুষ্প গন্ধ ভরে
কায়মনে এ মিনতি সদা সুখ মিলে।
-----অধ্যক্ষ দেলওয়ার হোসেন
রচনাঃ ঢাকা, ০১/০৩/২০১৯