-----------------------------------------------
'পুরুষ মানুষ' শব্দ সর্বদা কথনে;
'নারী মানুষ'এ কথা কেউ নাহি বলে,
পরিচয়ে শুধু 'নারী' মানুষ বিনে-
অহর্নিশে ভুলে বদ্ধ চিররীতি কলে।
পুরুষের ক্রীড়নক আশে চিরদিনে,
ঘরে-বাইরে বৈষম্য প্রাণনাশ চলে;
নির্যাতন ক্ষত চিহ্ন বহে আজীবনে,
পামর লালসা দহে দগ্ধ বিষজ্বালে।

পিষ্ট ক্লিষ্ট কর্ম যন্ত্র  নারী জনে নহে;
পুরুষসম নারী মূল্য সম অধিকারে,
যে হাতে দোলনা দোলে গুণীজনে কহে-
সে হাতে রাজ্য শাসন এ ধরিত্রী নীড়ে।
নারী বিনে এ সমাজে অর্ধ শক্তি রহে;
ভাবো, নারী মানুষও জগৎ সংসারে।

  -----  অধ্যক্ষ দেলওয়ার হোসেন
         রচনাঃ ৮ মার্চ,২০১৯
          (আন্তর্জাতিক নারী দিবসে।)