নন্দ ঘোষ
(সনেট)
শত চেষ্টা নন্দ ঘোষ করে প্রাণপণে
হিতকর কর্মে নিত্য জুড়ি মেলা ভার;
বাঁকা চোখে দেখা লোক দোষ খুঁজে তার!
খুঁটিনাটি ত্রুটি দায় দন্ড ঝুলে প্রাণে।
ধ্বংস-যজ্ঞে রাজ ;এরা মুখে সাধু ভনে,
নিজ বেলা ষোলো আনা, নন্দ ভ্রষ্টাচার!
'সব দোষ নন্দ ঘোষ'— অন্যেরা সজ্জনে!
ধন্যি মম দেশ মাতা অনন্য বিচার।
আমি হীন তুমি কেন, হবে না উত্তম?
প্রত্যহ বিচার বাণী কাঁদে শব্দহীন!
তব তরে চায় সবে দৃষ্টান্ত স্থাপন,
আবেগে পাথারে ঝাঁপ—পাড়িতে দুর্গম!
পাল্টানোর ধূয়া তুলে নিঠুর আচার;
নন্দ সম কর্ম তব দোষ কি একার?
রচনাঃ ১২/৯/২০২৪