নব গীত
(গীতিকবিতা)

কুহেলি রবি নতুন ছবি জনপদ মাঝে,
শীত প্রাতে হিমেল বায়ে নব গীত বাজে।।

যায় না যায় না ভোলা কত যে পার্বণ
শাখে শাখে পাতা খসে লাগছে কাঁপন,
নতুন ধানের গন্ধ ভাসে
পায়েস পিঠা রসে রসে
আহা! কত মজা হিমের মাঝে  বলবো কী যে।।

শীতের রাতে গাঁয়ে গাঁয়ে
মুড়ির গন্ধ ওড়ে বায়ে,
দলবেঁধে বধূরা সব
যাপনে মাতে ঋতুর উৎসব,
শুকনো পাতা মর্মরে জ্বলে ব্যঞ্জনাদি কাজে।।

হলুদ ঢেউয়ের সরষে ফুলে
খুশির বানে হৃদয় দোলে,
বিলে ঝিলে অতিথি পাখি
পুলকে ভরে দু'টি আঁখি,
কুয়াশা চাদরে মোড়ানো শীত অনন্য সাজে।।

রচনা :১০ জানুয়ারি, ২০২৫।