আষাঢ়ে নব বর্ষায়
(গীতিকবিতা)

প্রথম আষাঢ়ে ঘন বরিষণ;
হরষে জাগে মোর  মন-প্রাণ,
ছন্দোময় নৃত্য নূপুরে নিক্কণ
কদম পুষ্পে দোলায় ব্যাকুল মন।
সুচি শুভ্র গগনের অঝোর বারি
এমন ক্ষণে কভূ ভুলতে নারি
সিক্ত বসনে মাঠে হাত ধরাধরি
উদ্যত যৌবনা দু'জন নিভৃতচারী
সলিল ভেজা তনু জুড়ায় নয়ন ।।
তৃণ লতার ন্যায় জড়ানো বাঁধন
ধূসর বারিপাতে সলজ্জ দু'জন
ঘনঘোরে হারিয়ে যাই অজান্তে কখন
আরো চাই অঝোর ধারা ফেটে গগন
হিল্লোল বয় আষাঢ়ে ললিত স্বপন।।
পড়ন্ত বেলায় হেরি স্মৃতির পাতায়
আজি আষাঢ়ে ঘন নব বরষায়
কোথা মম সে সুখ হারিয়ে যায়
নিরালয় ভাবি বসি বাতায়ন।।
এত সুখ কে তুমি দিয়েছিলে হায়!
বরিষে খুঁজি স্মৃতির ভেলায়
বিকেলে ভোরের ফুল প্রাপ্তি আশায়
আজও রই পথ চেয়ে সায়াহ্ন লগন।।

   রচনা: ১৯ জুন, ২০২৪।