না দেখাই বেশি দেখা
(গীতি কবিতা)
তারে যখন হেরেছিনু দু'নয়নে;
মম নয়ন সার্থক ভাবি মনে।
পুলকে চকিত হৃদয়
ভাসি সুখ সাগরে নায়,
কাছে পেয়ে ভুলি বিষাদের কালো অধ্যায়;
দীর্ঘ ব্যাকুলতা কাটে তারই দরশনে।।
যখন তার ছায়াখানি নাহি রয়
দৃষ্টির সীমানার বাইরে সরে যায়,
অন্তর চোখ খুলে দেখি হায়;
কত দেখা কত কথা হয়েছিল বিজনে।।
মূর্ত মম যা কিছু আসে গোচরে
তার বেশি বিমূর্ত হৃদয় নাড়ে,
যখনি তাই না দেখি রে তারে
হৃদয়ের চোখে হেরি বারে বারে,৷
আড়ালে তার ছবি ভাসে প্রতি ক্ষণে ক্ষণে।।
রচনাঃ২১ জুলাই, ২০২২
(প্রেমে হতাশাগ্রস্ত এক যুবকের প্রতি)