সদর্প পদচারণা মাঠে-ময়দানে;
সমতল মেঠো পথে হাওরে-পাহাড়ে,
অলিগলি শহরে সাগর নদীতীরে;
মেহনতি মানুষের আঙিণা উঠানে।
অর্থনীতির প্রতি পরতে শিল্প দ্বারে;
শোষিতের হৃদয়ে -- বুকের মধ্যিখানে।
বজ্রকন্ঠে ছয়দফার প্রচন্ড জোরে;
শাসক-শোষক লন্ড-ভন্ড খানখানে।
ছয়দফা বীজে বোনা বৃক্ষ ফলবান;
চিরন্তন সত্য সার্বভৌম বাংলাদেশ,
বিশ্বপটে নতুন পতাকার যোজন;
রক্তগঙ্গা বহে তবু নাহি রয় ক্লেশ।
শোষণ পীড়নহীন -- মুক্ত জনগণ;
লৌহ মানব তোমার ধীশক্তি অশেষ।
----অধ্যক্ষ দেলওয়ার হোসেন
----রচনাঃ৭ জুন, ২০১৮
(৫২তম ছয়দফা দিবসে।)